Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মে ২০২২

বিএনসিইউ

বিএনসিইউ

১৯৭৩ সালে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসেবে কাজ করে আসছে। মূলত বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে ইউনেস্কো/আইসেস্কোর সাথে লিয়াঁজো করার মাধ্যমে বিএনসিইউ বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। অন্যান্য দেশের জাতীয় কমিশনগুলোর মতই বিএনসিইউ চিন্তা ও ধ্যান ধারণার গবেষণাগার, মানদণ্ড নিরূপণকারী, ক্লিয়ারিং হাউস, নীতি নির্ধারনী বিষয়ক পরামর্শ প্রদান, বিশ্বব্যাপী জাতীয় কমিশনগুলোর সঙ্গে সম্পর্কোন্নোয়ন ও এর সক্ষমতা বৃদ্ধিকারী প্রতিষ্ঠান হিসেবে সক্রিয়ভাবে কাজ করে আসছে।

বিএনসিইউ এর গঠন/ সংগঠন কাঠামোঃ

পদাধিকার বলে শিক্ষামন্ত্রী বিএনসিইউ এর চেয়ারম্যান এবং সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, এর মহাসচিব। এছাড়া বিএনসিইউতে একজন ডেপুটি সেক্রেটারি জেনারেল (বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পর্যায়ের), এবং তাঁকে সহায়তের জন্য রয়েছেন একজন সিনিয়র প্রোগ্রাম অফিসার এবং অন্যন্য প্রোগ্রাম অফিসারগণ। সকল কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় সহযোগিতামূলক অংশগ্রহণ দ্বারা দক্ষতা ও দ্রুততার সাথে সরকারি  কাঠামোর মধ্য থেকেই বিএনসিইউ সকল কাজ সম্পন্ন করে থাকে। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট বিএনসিইউ’র একটি পূর্ন কমিশন রয়েছে। কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে রয়েছে ১১ সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি। বিএনসিউ’র ৫টি উপ কমিশন (প্রতিটিতে নয় জন সদস্য, সংস্কৃতিতে ১০ জন সদস্য) রয়েছে; যেমন শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, মানবাধিকার এবং গন যোগাযোগ।

ইউনেস্কো সংবিধানের ৭ নং অনুচ্ছেদ দ্বারা ১৬ নভেম্বর ১৯৪৫ সালে জাতীয় কমিশন গঠনের ভিত্তি রচিত হয়েছিল। মূলত উক্ত সংবিধানের আলোকেই নির্ধারন করা হয়েছিল নিজ নিজ সরকারকে প্রতিনিধিত্ব করে প্রতিটি দেশেই জাতীয় কমিশনের আদলে একটি প্রতিষ্ঠান থাকবে। উপরিউক্ত অনুচ্ছেদ অনুসারেই বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন গঠিত হয়।

বিএনসিইউ এর কার্যাবলীঃ

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংযুক্ত কার্যালয় হিসেবে ইউনেস্কো এবং সংশ্লিষ্ট সরকারি/বেসরকারি প্রতিস্থান/ব্যক্তির মধ্যে লিয়াঁজো স্থাপন এবং সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। আর্থিক ও কারিগরি সুবিধার অর্জনের লক্ষ্যে বিএনসিইউ ইউনেস্কো ও আইসেস্কোতে প্রকল্প প্রস্তাব প্রেরণ করে থাকে। ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম দ্বারা প্রস্তাবিত প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় তত্ত্বাবধান করে থাকে। আইসেস্কোর ক্ষেত্রেও বিএনসিইউ একই ভুমিকা পালন করে থাকে। ইউনেস্কো, আইসেস্কো ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায়, বিএনসিইউ বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সন্মেলনের আয়োজন করে থাকে। বিভিন্ন স্কলারশিপ/ফেলোশিপ/প্রাইজ/এওয়ার্ড সমূহের প্রাপ্ত তথ্য ও সংবাদ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রেরণ করে উপযুক্ত প্রতিষ্ঠান/ব্যাক্তি কে মনোনয়ন প্রদান ও তা প্রাপ্তিতেও বিএনসিইউ সহায়তা করে থাকে। এ ছাড়াও বিএনসিইউ এসোসিয়েটেড স্কুল প্রোজেক্ট নেটওয়ার্ক (এএসপিনেট) প্রোগ্রাম, ইউনেস্কো কূপন প্রোগ্রাম পরিচালনা ও বিভিন্ন আন্তর্জাতিক দিবস উদযাপন (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ব শিক্ষক দিবস, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস ইত্যাদি) করে থাকে। বিএনসিইউ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রতিটি শাখার কার্যাবলির সমন্বয় সহ সাচিবিক সকল কাজে ডেপুটি সেক্রেটারি জেনারেলকে সহায়তা করে থাকেন। প্রতিটি শাখার পরিচালনার দায়িত্বে রয়েছেন এক একজন প্রোগ্রাম অফিসার (পিও) যারা নিজ নিজ ডেস্ক অনুযায়ী প্রশাসন ও অর্থ, ইউনেস্কো,সংস্কৃতি, শিক্ষা, স্কলারশিপ/ফেলোশিপ, আইসেস্কো ও বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ এবং লাইব্রেরি ইত্যাদি শাখাসমূহের দায়িত্ব পালন করে থাকেন। 

বিএনসিইউ এর উল্লেখযোগ্য কার্যাবলীঃ 

ইউনেস্কো/আইসেস্কো সংক্রান্ত কার্যাবলীঃ

ইউনেস্কো/আইসেস্কো জেনারেল কনফারেন্স ও নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের বিষয়ভিত্তিক আলোচনা ও বক্তব্যের খসড়া প্রস্তুতসহ, এতদসংক্রান্ত কার্যাবলী ইউনেস্কো/আইসেস্কো ডেস্ক কর্মকর্তা পালন করে থাকেন। ইউনেস্কো/আইসেস্কো জেনারেল কনফারেন্স ও নির্বাহী বোর্ডের সভায় গৃহীত রেজুলেশনের বাস্তবায়ন, ইউনেস্কো সদর দপ্তর/ ইউনেস্কো ঢাকা অফিসের নির্ধারিত চাঁদা প্রদান, পার্টিসিপেশন প্রোগ্রাম সমূহ ইউনেস্কো ডেস্ক অফিসার কর্তৃক এবং আইসেস্কো সংক্রান্ত একই কার্যাবলি আইসেস্কো ডেস্ক অফিসার কর্তৃক সম্পাদিত হয়ে থাকে।

পার্টিসিপেশন প্রোগ্রামঃ

ইউনেস্কো তার সদস্যভুক্ত দেশ সমূহের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং তথ্যের উন্নয়নে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আর্থিক অনুদান দিয়ে থাকে। ইউনেস্কো সদর দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করে বিএনসিইউ উক্ত অর্থ প্রাপ্তি ও ছাড়করনের ক্ষেত্রে সকল আনুষ্ঠানিক কর্ম প্রক্রিয়া সম্পাদন করে থাকে। কোন প্রতিষ্ঠান অনুদান পাওয়া মাত্র ইউনেস্কো সদর দপ্তর ও সরকারের পক্ষে উক্ত প্রকল্প তদারকি ও সম্পাদনে বিএনসিইউ কারিগরি সহায়তা দিয়ে থাকে।

 

স্কলারশিপ ও ফেলোশিপঃ

ইউনেস্কো ও আইসেস্কো ভিত্তিক বিভিন্ন স্কলারশিপ ও ফেলোশিপ যথাযথভাবে প্রচারের মাধ্যমে দেশের যোগ্য নাগরিককে তাতে আবেদন, অংশগ্রহণ ও প্রাপ্তিতে বিএনসিইউ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।

প্রাইজ ও এ্যাওয়ার্ডঃ

ইউনেস্কো ও আইসেস্কো ভিত্তিক প্রাইজ ও এ্যাওয়ার্ড এর ক্ষেত্রে বাংলাদেশ হতে যোগ্য প্রার্থী নির্বাচন ও মনোনয়ন দেবার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিএনসিইউ যোগাযোগ করে থাকে। পরবর্তীতে তাতে আবেদন, অংশগ্রহণ ও প্রাইজ/এ্যাওয়ার্ড প্রাপ্তিতে বিএনসিইউ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।

শিক্ষা সম্পর্কিত কার্যাবলিঃ

ইউনেস্কো বর্তমানে বিভিন্ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সারা বিশ্বেই শিক্ষা সম্পর্কিত সকল বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বিএনসিইউ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ধারাবাহিকভাবে নানান কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এসডিজি সংক্রান্ত কর্মসূচি যেমনঃ এডুকেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট (ইএসডি), এডুকেশন ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (ইআইইইউ), গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন (জিসিইডি) ইত্যাদি। এছাড়াও আইসিটি ইন এডুকেশন, টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং প্রোগ্রাম (টিভেট) ইত্যাদি নানান কর্মসূচিও বিএনসিইউ পালন ও বাস্তবায়ন করে থাকে।

গবেষণা ও উন্নয়নমূলক কর্মকান্ডঃ

উন্নয়নের লক্ষ্যে বিএনসিইউ ইউনেস্কোভিত্তিক শাখাসমূহের গবেষণা কার্যক্রম পরিচালনায় সহায়তা করে থাকে। পূর্বেই বলা হয়েছে যে বিএনসিইউ চিন্তা ও ধ্যান ধারণার গবেষণাগার, মানদণ্ড নিরূপণকারী, ক্লিয়ারিং হাউস, নীতি নির্ধারন বিষয়ক পরামর্শ প্রদান, বিশ্বব্যাপী জাতীয় কমিশনগুলোর সঙ্গে সম্পর্কোন্নোয়ন ও এর সক্ষমতা বৃদ্ধি কারী প্রতিষ্ঠান হিসেবে সক্রিয়ভাবে কাজ করে থাকে। ফলে এটি ইউনেস্কোর ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন পারস্পরিক সহযোগিতার পথ উন্মোচনের লক্ষ্যে সর্বদাই সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে দেশের উন্নয়নের জন্য ইউনেস্কো, আইসেস্কো ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায়, বহুবছর ধরে বিএনসিইউ বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সন্মেলনের আয়োজন করে আসছে।

এসোসিয়েটেড স্কুলস প্রোজেক্ট নেটওয়ার্ক (এএসপিনেট):

এএসপিনেট ইউনেস্কো ভিত্তিক একটি স্কুল নেটওয়ার্কিং কার্যক্রম। ইউনেস্কো এসোসিয়েটেড স্কুলসমূহ শিক্ষার আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার লক্ষ্যে বিভিন্ন পাইলট প্রকল্পসমূহ পরিচালনার মাধ্যমে ক্রমবর্ধমান জটিল ও আন্তঃনির্ভরশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় শিশু ও যুবকদের প্রতিনিয়ত প্রস্তুত করে তোলে। সৃজনশীল শিক্ষার ধারনা, পদ্ধতি ও উপকরনসমূহের উন্নয়নের মাধ্যমে শিক্ষাকে স্থানীয় হতে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাবার লক্ষ্যে ক্লাসের বাইরেও এএসপিনেট ছাত্র-শিক্ষকবৃন্দের এক সাথে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলাদেশে ৭০ দশকের শেষের দিকে ২০ টি অনুমোদিত স্কুলের সমন্বয়ে এএসপিনেট কার্যক্রম শুরু হয়। বর্তমানে ঢাকায় অবস্থিত ৪০ টি তালিকাভুক্ত স্কুলের মাধ্যমে বিএনসিইউ এএসপিনেট  কার্যক্রম পরিচালনা করে আসছে। এএসপিনেট বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর হলেন বিএনসিইউ'র ডেপুটি সেক্রেটারি জেনারেল, তবে সংশ্লিষ্ট ডেস্ক কর্মকর্তা যাবতীয় দায়িত্ব পালন করে থাকেন। এএসপিনেট কার্যক্রমের মধ্যে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক দিবস সমূহের পালন/উদজাপন করা, দেশে-বিদেশে আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ, এএসপিনেট কার্যক্রমে ছাত্র-শিক্ষকবৃন্দকে অংশগ্রহনে উদবুদ্ধ করা ইত্যাদি।

তথ্য ও যোগাযোগঃ

শিক্ষা, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি, সংস্কৃতি, সামাজিক বিজ্ঞান ও কলা ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে বিএনসিইউ ইউনেস্কোর এক গুরুত্বপূর্ন তথ্যকেন্দ্র হিসেবে কাজ করে থাকে।  বিএনসিইউ লাইব্রেরি ইউনেস্কো সংক্রান্ত জার্নাল, সাময়িকী, জাতীয় কমিশনসমূহের কার্যক্রম সংক্রান্ত রিপোর্ট, কুরিয়ার, প্রকাশনা, সিএএস বুলেটিন ইত্যাদি তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। বিএনসিইউ’র নিজস্ব একটি ওয়েবসাইট আছে যাতে উক্ত তথ্যাদির হালনাগাদ করা হয়ে থাকে। এছাড়াও এটি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সন্মেলনের রিপোর্ট সংরক্ষণ করে থাকে। ই-ক্যাটালগিং করা বিএনসিইউ লাইব্রেরীতে ১২৫০০ এর বেশি বই সরক্ষিত আছে। যে কেউ বিএনসিইউ ওয়েবসাইটে প্রবেশ করে কাঙ্খিত তথ্য পেতে পারেন। বিএনসিইউ ওয়েবসাইটে বিভিন্ন প্রকল্পসমূহের সংবাদ, স্কলারশিপ/ফেলোশিপ/প্রাইজ/এওয়ার্ড সমূহের তথ্য প্রতিনিয়ত হালনাগাদ করা হয়ে থাকে।